Sunday, November 28, 2010

LIGHT CAMERA LOVE :)




Autograph movie whichrevolves around three people from the world of arts: a young director, a superstar and a theatre actress . Thrown together on a film set, they find their lives changing
Star Cast : Nandana Sem and Prosenjit

LIGHT CAMERA LOVE :) core theme f the movie...


I love this song.. kinda revolution in Bengali song's industry.... Thanks to Anupam Roy for giving us a new taste of Bengali song... :) keep going....

আমাকে আমার মত থাকতে দাও আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন
তোমার এ দুনিয়ার ঝাপসা আলো কিছু সন্ধ্যার গুড়ো হওয়া কাঁচের মত
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও দুরবিনে চোখ রাখব না

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি পাঁচবার
আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজার

কখনো আকাশ বেঁয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে
চোখ ভাঙা ঘুমে তুমি খুজনা আমায় আসে পাশে
আমি আর নেই
আমার জন্য আলো জ্বেলোনা কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্তরে হারিয়ে গেছি শেষ ট্রেন এ ঘরে ফিরব না
তোমার রক্তে আছে স্বপ্ন যত
তারা ছুটছে রাত্রি দিন
নিজের মত কখনো সময় পেলে একটু ভেবো আঙ্গুলের ফাকে আমি কই
হিসেবের ভীরে আমি চাইনা ছুতে
যত শুকনো পেয়াজকলি ফ্রিজের শীতে
আমি ওবেলার ডাল-ভাতে ফুরিয়ে গেছি গেলাসের জলে ভাসবো না
আমাকে আমার মত থাকতে দাও 

No comments:

Post a Comment